তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নন্দীগ্রামে (Nandigram) জখম হওয়ায় দলীয় নির্বাচনী ইস্তেহার (Election Manifesto) প্রকাশে বেশ কিছুদিন বিলম্ব হলেও, অবশেষে আজ, কালীঘাটের দফতর থেকে অনুঠানিকভাবে তা প্রকাশ করে দিলেন। যেখানে একের পর এক চমক রয়েছে। এবার বাংলার ভোটের জন্য নির্বাচনী ইস্তেহার প্রকাশ করতে চলেছে বিজেপি (BJP)। আগামী ২১ মার্চ গেরুয়া শিবিরের ইস্তেহার প্রকাশ হবে বলে জানা গিয়েছে।
বিজেপি সূত্রে খবর, নির্বাচনী ইস্তেহারে মূলত রাজ্যের পিছিয়ে পড়া জনজাতিদের জন্য একগুচ্ছ প্রতিশ্রুতি থাকছে। রাজ্যের অনগ্রসর সম্প্রদায়ের (OBC) জন্য বেশকিছু চমক থাকছে। পাশাপাশি, মৎস্যজীবী, কৃষক, তপসিলি জাতি (SC), উপজাতিদের (ST) জন্যও বিশেষ ঘোষণা থাকছে বিজেপির ইস্তেহারে। জানা গিয়েছে, রাজ্য সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের প্রতিশ্রুতি দিতে চলেছে বিজেপি।
প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পে কৃষকদের বকেয়া ১৮ হাজার টাকা প্রদান-সহ ৮ লক্ষ মৎস্যজীবীকে বছরে ৬ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি থাকছে। স্বাস্থ্যের জন্যরাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু, সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন, ওবিসি হিন্দুদের জন্য জন্য সংরক্ষণ এবং তফসিলি উপজাতিদের জন্য মণ্ডল কমিশনের সুপারিশ কার্যকর করা হবে বলে ইস্তেহারে উল্লেখ করতে পারে বিজেপি।
একইসঙ্গে রাজ্যের আদিবাসী অধ্যুষিত জেলাগুলির প্রতিটি ব্লকে স্কুল তৈরি, ঝাড়গ্রামে রঘুনাথ মুর্মু বিশ্ববিদ্যালয়-সহ আদিবাসীদের উন্নয়ন কর্মসূচির উল্লেখ থাকছে বিজেপির ইস্তেহারে। রাজবংশী ও মতুয়া সম্প্রদায়ের মানুষদের জন্য ঢালাও প্রতিশ্রুতি দিতে চলেছে বিজেপি।
আরও পড়ুন- বছরে ৫ লক্ষ কর্মসংস্থান, ন্যূনতম আয়ের নিশ্চয়তা, ইস্তেহারে ‘দিদির ১০ অঙ্গীকার’
আধা সামরিক বাহিনীতে ”নারায়ণী সেনা” নামে আলাদা ব্যাটেলিয়ন তৈরির কথাও উল্লেখ থাকবে বলে জানা গিয়েছে। রাজ্যে বিজেপি সরকার গঠন করলে জাতীয় শিক্ষানীতি কার্যকর করা হবে। কলকাতায় বস্তিবাসীদের জন্য তৈরি হবে পাকাবাড়ি। সব মিলিয়ে শাসক তৃণমূলের মতোই নির্বাচনী ইস্তেহারে চমক দিয়ে তৈরি গেরুয়া শিবির।
 
 
 
 
 
 
 
 






























































































































