মেডিক্যাল কলেজে অগ্নিকাণ্ডে চাঞ্চল্য

0
3

ফের শহরের বুকে অগ্নিকাণ্ডের (Fire) ঘটনা। এবার কলকাতা মেডিক্যাল কলেজে (Medical College) অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪টি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, আজ বুধবার ভোর পাঁচটা নাগাদ কলকাতা মেডিক্যাল কলেজে করোনা ওয়ার্ড থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। খবর যেতেই ছুটে আসে দমকল। আসে
বউবাজার থানার পুলিশ।

এমন অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়ায় রোগী ও তাঁদের পরিবারের মধ্যে। তড়িঘড়ি রোগীদের ওই ওয়ার্ড থেকে সরানোর ব্যবস্থা করা হয়।

তবে ঠিক কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই এই ঘটনা ঘটতে পারে।