বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা ৭

0
2

এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন ৭ জন। মার্কিন মুলুকে ফের হানা বন্দুকবাজের। বন্দুকবাজের তল্লাশি করছে পুলিশ। আটলান্টাজুড়ে চলছে চিরুনি তল্লাশি। মঙ্গলবার আটলান্টার তিনটি ম্যাসাজ পার্লারে হানা বন্দুকবাজের।

এসইউভি গাড়িতে চেপে পার্লারে হানা দেয় বন্দুকবাজ। তিনটি ম্যাসাজ পার্লারের সামনে গিয়ে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে বন্দুকবাজ। গুলিতে ঘটনাস্থলে প্রাণ হারান সাতজন।

আরও পড়ুন-ছোটা রাজন ও তার ৬ সঙ্গীকে ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ

মঙ্গলবার ওই গুলি চলার  ঘটনার পরেই এলাকায় যায় পুলিশ। নিহতদের মধ্যে বেশিরভাগই এশিয়ান দেশগুলির বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার চেরোকি কান্ট্রিতে একটি ম্যাসাজ পার্লারে বন্দুকবাজের গুলিতে ৩ জনের মৃত্যু হয়। গুলি লেগে জখম হয়েছেন ঘটনাস্থলে থাকা আরও ২ জন। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advt