এবার বিশ্বভারতী বন্ধ করার হুমকি দিলেন উপাচার্য

0
1

এর আগেও বহুবার বিতর্কে জড়িয়েছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। এবার তিনি সরাসরি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন এবং অধ্যাপকদের উদ্দেশে তিনি কটূক্তি করেছেন বলে অভি‌যোগ।

সূত্রের খবর, ১৫ মার্চ গুগল মিটে বিশ্বভারতীর অধ্যাপকদের সঙ্গে একটি বৈঠক ছিল বিদ্যুৎ চক্রবর্তী। সেই বৈঠকের অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। ওই ক্লিপের সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’। অডিওতে একের পর এক অশালীন মন্তব্য করতেও শোনা যায় তাঁকে। কয়েক জন অধ্যাপকের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগও তোলেন। তাঁদের ভিতু বলে মন্তব্য করতে শোনা যায় উপাচার্যকে। বিদ্যুৎ চক্রবর্তী বলছেন, “বিশ্বভারতী যাতে বন্ধ হয়ে যায় সেই ব্যবস্থা আমি করে দিয়ে যাব। আমি কাউকে ধমকি দিচ্ছি না।”

আরও পড়ুন-এবার কি গেরুয়া শিবিরে দেবশ্রী রায়?

এই বিষয়ে জনৈক আশ্রমিক সুপ্রিয় ঠাকুরের কথায়, “উনি এখনই তো বন্ধ করে দিয়েছেন। কিছুরই অস্তিত্ব নেই। সব নষ্ট করে দিয়েছেন। নতুন করে আর কী বন্ধ করবেন। ওনার হাতে প্রতিষ্ঠানটা নষ্ট হয়ে গিয়েছে।”

Advt