ব্রেকফাস্ট স্পোর্টস

0
1

১) তৃতীয় টি-২০ ম‍্যাচে হারল ভারত। ৮ উইকেটে জিতল ইয়ন মর্গ‍্যানের দল।

২) দলের ফিল্ডিং নিয়ে একেবারেই খুশি নন বিরাট। কোহলি।  ফিল্ডিং কারণেই হারের মুখ দেখতে হয়েছে বলে মনে করেন তিনি।

৩) বিরাট একই ভুল বার বার করেন না। চতুর্থ টি-২০ তে ঘুরে দাড়াতে বিরাট প্রসঙ্গে এমনই মত প্রাক্তন ক্রিকেটার ভি ভি এস লক্ষণের।

৪) আইপিএল-এর অন্যতম স্পনসর হতে চলেছে আপস্টক্স। ভারতীয় বোর্ডের তরফে মঙ্গলবার এমনই ঘোষণা করা হল।

আরও পড়ুন:ব্রেকফাস্ট নিউজ

Advt