ক্ষমতায় এলে ‘লালবাড়ি’ মহাকরণেই সচিবালয় ফেরাবে বিজেপি

0
1

বিজেপি ক্ষমতায় এলে আর ‘নবান্ন’ নয়, মহাকরণেই ফেরানো হবে মুখ্যমন্ত্রীর সচিবালয়। অর্থাৎ বিজেপি ক্ষমতায় এলে ঝাঁপ বন্ধ হবে নবান্নর। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। ২০১৩ সালে মহারকরণ থেকে রাজ্যের সচিবালয় নবান্নে সরিয়ে নিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়।

স্বাধীনতার পর থেকেই রাজ্যের মূল প্রশাসনিক ভবন ছিল এটাই। ২০১১ সালে ক্ষমতায় আসার পর অবশ্য সেই বাড়ি থেকেই শাসনকাল শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে ২০১৩ সালে তা সরিয়ে নিয়ে যাওয়া হয় ‘নবান্নে’। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে শমীক ভট্টাচার্য বলেন, ‘বিজেপি ক্ষমতায় এসে নবান্ন থেকে রাজ্যের সচিবালয় মহাকরণে ফেরাবে। মহাকরণের সঙ্গে বাঙালির আবেগ জড়িয়ে। স্বাধীনতা সংগ্রামের অগ্নিযুগের সাক্ষী এই ভবন। এই ভবনের একের পর এক জননেতার পদচারণা দেখেছেন সাধারণ মানুষ। তাই মহাকরণে সচিবালয় ফেরাবে বিজেপি।’

আরও পড়ুন- টোল কর্মীকে প্রাকশ্যে পিস্তল দেখাল চালক!

Advt