অত্যন্ত গোপনীয়তার মধ্য দিয়ে এবার বসন্ত উৎসব পালন হল শান্তিনিকেতনে। এবার সাধারণের প্রবেশ একেবারেই নিষিদ্ধ ছিল।
কিন্তু প্রশ্ন উঠেছে কেন চূড়ান্ত গোপনীয়তায় আজ মঙ্গলবার অনুষ্ঠিত হল বিশ্বভারতীর ঐতিহ্যশালী বসন্ত উৎসব। তড়িঘড়ি নেওয়া এই সিদ্ধান্তে স্বভাবতই বিড়ম্বনায় পড়েছেন অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা।
বিশ্বভারতীর ছাত্রছাত্রীদের পাশাপাশি অধ্যাপক অধ্যাপিকা কাছেও এই অনুষ্ঠান কর্মসূচির কোনও তথ্য নেই বলে জানা গিয়েছে । এমনকি ১৫ মার্চ সন্ধের সময় তারা জানতে পারেন ১৬ মার্চ সকাল ৮,৩০ মিনিটে উপাসনা গৃহে অনুষ্ঠান হবে। এমনই অভিযোগ ছাত্রছাত্রীদের ।
এমনকি এভাবে বসন্ত উৎসব হওয়ায় তাদের অভিভাবকরাও বঞ্চিত হলেন বসন্ত উৎসব দেখা থেকে। এমনকি অনুষ্ঠানে ব্রাত্য থাকলেন প্রাক্তন ছাত্র-ছাত্রী থেকে শুরু করে প্রবীণ আশ্রমিক ও স্থানীয় বাসিন্দারা। স্বভাবতই তারাও ক্ষোভ প্রকাশ করেছেন এই ঘটনায়।







































































































































