জঙ্গলমহলের যে মাঠে সভা করেছিলেন তৃণমূলে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে মঙ্গলবার পাল্টা সভা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। কিন্তু সভার মাঠ যে এমন ফাঁকা থাকবে তা কল্পনাও করতে পারেননি আদিত্যনাথ।
বিজেপির যতই দাবি করুক মাঠ ভরা ছিল, বাস্তব চিত্র কিন্তু অন্য কথা বলছে । একটা ছোট মাঠই এদিন ভরাতে অক্ষম বিজেপি।
যার নিট ফল, কার্যত ফাঁকা মাঠেই হিন্দুত্বের জয়গান করলেন আদিত্যনাথ।
ফাঁকা মাঠ দেখে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করেন তিনি । শাসকদল বিজেপির সমর্থকদের সভায় আসতে দিচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি ।
বলরামপুরে বানেশ্বর মাহাতোর সমর্থনে বিজেপির সভা কার্যত ফ্লপ।
ফাঁকা সভা নিয়ে তাঁর সাফাই,আমি হেলিকপ্টার থেকে দেখছিলাম এখানকার কার্যকর্তাদের সভায় আসতে দেওয়া হচ্ছে না। তাঁদেরকে বিভিন্ন জায়গায় আটকে দিচ্ছে পুলিশl আমার বিশ্বাস ছিল সেই বাধা ভেঙে সভায় ভিড় হবে।
তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধায়ের কটাক্ষ, বাংলায় জিততে বিজেপির কেন্দ্রীয় নেতারা দিল্লি থেকে ডেলি প্যাসেঞ্জার করছেন। অথচ তাঁদের সভা ভরছে না। বহিরাগতদের মানুষ চাইছে না।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.