বিষ্ণুপুরে নাড্ডার রোড শো জমলো না

0
3

প্রথম দু দফা ভোটের আগে জঙ্গলমহলকে পাখির চোখ করেছে বিজেপি। গত লোকসভা নির্বাচনের নিরিখে জঙ্গলমহলে এগিয়ে রয়েছে বিজেপি। তাই, জঙ্গলমহলে নিজেদের শক্তি ধরে রাখতে বদ্ধপরিকর ভারতীয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের কুমারী টকিজ সিনেমা হল থেকে বিষ্ণুপুর বাস স্ট্যান্ড পর্যন্ত মঙ্গলবার দুপুরে রোড শোতে সামিল হন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
হুড খোলা গাড়িতে বিজেপির সর্বভারতীয় সভাপতি নাড্ডার পাশাপাশি উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ, কৈলাশ বিজয়বর্গীয় সহ জেলা নেতৃত্বের অনেকেই। রোড শো-এ হুড খোলা গাড়ি থেকে বিষ্ণুপুরবাসীর উদ্দ্যেশে হাত নেড়ে অভিবাদন জানান নাড্ডা। কার্যত কৌতূহলী কিছু মানুষ এবং কয়েক হাজার কর্মী সমর্থকদের উপস্থিতিতে বেশ অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েন নাড্ডা ।
বিজেপির সর্বভারতীয় সভাপতিকে নিজেদের মধ্যে পেয়ে বিজেপি কর্মী সমর্থকদের সেই ভিড় চোখে পড়ল না। জেপি নাড্ডাকে স্বাগত জানাতে রাস্তার দুধারে বিষ্ণুপুরের কিছু উৎসাহী সমর্থক ছিলেন । আজ এই রোড শোর পর স্থানীয় একটি হোটেলে সাংগঠনিক বৈঠক করছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এরপর কোতুলপুরে নির্বাচনী সভা করবেন তিনি ।