জমজমাট প্রচারে শিক্ষামন্ত্রী

0
1

ভোট যত এগিয়ে আসছে প্রচারও তত জমে উঠেছে । কোমর বেধে ময়দানে নেমে পড়েছেন শাসকদলের প্রার্থীরাও।
বেহালা পশ্চিমের ১২৬ নম্বর ওয়ার্ডে মঙ্গলবার প্রচার করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
প্রচারে তিনি বলেন, কিছু তরুণ বিজেপি ছিল তারা আজ এখানে তৃণমূলে যোগদান করলেন। তারা আজকে আমাদের দলে কাজ করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ কে সামনে রেখে । নেত্রী যেভাবে কাজ করছেন তাকে দেখে অনুপ্রাণিত হয়ে তারাও আজ সামিল হয়েছেন। আমরা সকলকে নিয়ে নিলাম ।
বিজেপি কার্যালয়ে প্রার্থী নিয়ে টানা বিক্ষোভের বিষয়ে বললেন, আমি এটা নিয়ে কি বলব এটা তাদের পুরোপুরি সাংগঠনিক ব্যাপার। মানুষের সঙ্গে যোগাযোগ বিহীন একটি সাংগঠনিক দল নাবিক ছাড়া জাহাজ চালাতে চাইছে, ওদের তাই অবস্থা হয়েছে।