বিজেপি নেত্রী পামেলা গোস্বামীর মাদক পাচারের মামলার তদন্তে কোনওরকম সাহায্য করছে না সিআইএসএফ। এমনিই অভিযোগ তুলল কলকাতা পুলিশ। লালবাজার সূত্রে জানা গিয়েছে, তদন্তে সহযোগিতা করছে না সিআইএসএফ। এই ঘটনায় ধৃত বিজেপি নেতা রাকেশ সিংয়ের নিরাপত্তায় কোন কোন সিআইএসএফ জওয়ান ছিলেন, তাদের নাম জানতে চাওয়া হয়েছে একাধিকবার। এই নিয়ে কেন্দ্রীয় বাহিনীর আইজি এসজিকে চিঠি দিয়েছে কলকাতা পুলিশ। কিন্তু কোনও সদুত্তর আসেনি বলেই অভিযোগ।অথচ পামেলাকাণ্ডের কিনারা করতে তৎপর কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। এর আগে বিজেপি নেতা রাকেশ সিংকে পূর্ব বর্ধমানের গলসি থেকে মাদক পাচারের অভিযোগে থেকে গ্রেফতার হয়েছে। গ্রেফতার হয় অমৃতা সিং ওরফে সুইটি নামে রাকেশের এক ঘনিষ্ঠ।
জানা গিয়েছে, সম্প্রতি রাকেশ সিংকে কেন্দ্র করে সুইটির স্বামীর সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে। শহরের বেশকিছু নাইট ক্লাবে যেতেন সুইটি এবং পেশায় একজন মডেল। সেখান থেকেই মাদক পাচার করতেন রাকেশকে। লালবাজার সূত্রে জানা গিয়েছে , এই বিজেপি নেত্রী গ্রেফতারের দুদিন যে সন্দীপ আগরওয়াল নামে একজনের কাছে থেকে মেল আসে কলকাতা পুলিশের শীর্ষপদস্থ কর্তার কাছে। সেখানে স্পষ্ট লেখা ছিল পামেলাকে কোকেন পাচারের মিথ্যে তথ্য দিয়ে ফাঁসানো হচ্ছে।
পরে জানা যায় আদতে তিনি সুইটির স্বামী। তদন্তের জাল গোটাতে রাকেশ সিংয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলেই মনে করছেন কলকাতা পুলিশের তদন্তকারীরা।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.