১০-০ গোলে হারাতে না পারলে রাজনীতিতে পা রাখব না: চ্যালেঞ্জ অভিষেকের

0
3

পরপর জনসভায় বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। মঙ্গলবার, পুরুলিয়ার (Purulia) রঘুনাথপুরের জনসভায় অভিষেক বলেন, ১০-০ গোলে হারাতে না পারলে রাজনীতির আঙিনায় পা রাখব না”। পুরুলিয়ায় ৯-০ করার আহ্বান জানান অভিষেক।

নন্দীগ্রামে প্রচার এগিয়ে তৃণমূল (Tmc) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) আহত হওয়ার ঘটনা উল্লেখ করে অভিষেক বলেন, বিজেপি ভেবেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ভেঙে তাঁকে আটকে রাখতে পারবে। তিনি বলেন, “ভাঙা পায়ে যুদ্ধ হবে, জয় ছিনিয়ে আনব, বলেছেন আমাদের নেত্রী”।

কেন্দ্রের বিজেপি (Bjp) নেতৃত্বের বাংলার ভোট প্রচারে প্রতিদিনই আসছেন সেই ঘটনাকে কটাক্ষ করে তৃণমূল সাংসদ বলেন, মমতাকে হারানোর জন্য নেতারা ডেইলি প্যাসেঞ্জারি করছেন। তিনি বলেন, বিজেপিকে জেতানো আর খাল কেটে কুমির আনা এক কথা।

আরও পড়ুন:চক্রান্ত করছেন অমিত শাহ: মেজিয়ার সভা থেকে তীব্র আক্রমণ মমতার

Advt