ভোট দরজায় কড়া নাড়ছে । প্রথম দফার ভোটের প্রচার তুঙ্গে ।ভোটমুখী বাংলায় এবার রাজ্যের স্বরাষ্ট্রসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে নোটিশ পাঠাল ইডির ( ED)। এই ঘটনায় ক্ষোভ উগরে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। স্বরাষ্ট্রসচিবকে ইডি-র নোটিশ পাঠানোর কথা মঙ্গলবার বাঁকুড়ার সভায় জানান মমতাই। এদিন বাঁকুড়ার শালতোড়ার সভায় তৃণমূল সুপ্রিমো বলেন, ‘স্বরাষ্ট্রসচিবকে কিছুক্ষণ আগে নোটিশ পাঠানো হয়েছে। কেন সরকারি কর্মচারীদের হেনস্থা করা হবে, কেন রাজনৈতিক কর্মীদের হেনস্থা করা হবে?’ সেই প্রশ্ন তোলেন তিনি ।
তবে কোন ঘটনায় হরিকৃষ্ণ দ্বিবেদীকে নোটিশ পাঠানো হয়েছে, তা স্পষ্ট নয়। কী কারণেই বা নোটিশ পাঠানো হল, তা এখনও জানা যায়নি।








































































































































