টোল কর্মীকে প্রাকশ্যে পিস্তল দেখাল চালক!

0
1

মাইথন টোল প্লাজায় টোল কর্মীকে প্রাকশ্যে পিস্তল দেখাল চালক । ঘটনার সূত্রপাত সোমবার । ওই টোল প্লাজায় এক টোল কর্মীকে পিস্তল দেখিয়ে গুলি করার হুমকি দেওয়া হয় । আচমকা ব্যস্ত টোল প্লাজায় এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুরো ঘটনার জন্য এক ট্রাক ড্রাইভারকে কাঠগড়ায় তুলেছেন প্রত্যক্ষদর্শীরা। তারা জানিয়েছেন, সোমবার সকাল দশটায় অভিযুক্ত ট্রাক ড্রাইভার টোল ট্যাক্স দেওয়ার পরে টোল কর্মী রবিকুমার বর্ণওয়ালকে পিস্তল দেখিয়ে খুনের হুমকি দেয়। হঠাৎ এই পরিস্থিতিতে রীতিমতো ভয় পেয়ে যান ওই কর্মী ।
তিনি জানান, ট্রাক ড্রাইভার গাড়ি নিয়ে পশ্চিমবঙ্গের দিকে ছুটে যায়। এই ঘটনার পরে, টোল কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগতে থাকেন। আতঙ্ক তাদের পিছু ছাড়ছে না ।
সোমবার বিকেলে মাইথন টোল প্লাজার ম্যানেজার রঞ্জন  সিং মাইথন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
প্রত্যক্ষদর্শীরা ট্রাকটির নম্বর জানিয়েছেন, ডাব্লুবি ৩৭ ডি -৬২৩৩। দিল্লি-কলকাতা লেনের তিন নম্বর লেনে সেটি প্রবেশ করেছিল। ড্রাইভারের কাছে টোল ট্যাক্স চাওয়ায় প্রথমে সে তা দিতে অস্বীকার করে। যদিও পরে নগদে টোল দেয়। এর পরেই ঘটনাটি ঘটে । টোল গেটটি খোলার সঙ্গে সঙ্গে টোলের উপরে বসে থাকা টোল কর্মী রবিকুমার বর্ণওয়ালের দিকে পিস্তল তাক করে তাকে হুমকি দিয়ে ট্রাক চালক পশ্চিমবঙ্গের দিকে পালিয়ে যায়।
অবশ্য পুলিশি তৎপরতায় ট্রাকটিকে আটক করা হয়। সি সি টিভি ফুটেজ দেখে পুলিশ ট্রাকটিকে আটক করে। জানা গিয়েছে, একটি অস্ত্র উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ওই ট্রাক ড্রাইভারকে আটক করেছে পুলিশ।