গত দুবছরে দেশে ২০০০ টাকার নোট ছাপানো হয়নি।ছাপানো বন্ধ হয়ে যাওয়ায় ২০২১-এর ২৬ ফেব্রুয়ারির নিরিখে আগের তুলনায় দেশে ২০০০ টাকার নোটের সংখ্যা কমেছে। লোকসভায় এক প্রশ্নের উত্তরে নরেন্দ্র মোদি (narendra modi) সরকারের অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অনুরাগ ঠাকুর এই তথ্য দিয়েছেন।
তিনি জানিয়েছেন, ২০১৮-র ৩০ মার্চ দেশে ২০০০ টাকার নোট ছিল ৩৩৬২ মিলিয়ন। যা ছিল সেই সময় মোট নোটের ৩.২৭ শতাংশ এবং ব্যবহারের ৩৭.২৬ শতাংশ।এখন দেশে ২৪৯৯ মিলিয়ন ২০০০ টাকার নোট রয়েছে। যা মোট নোটের ২.০১ শতাংশ এবং ব্যবহারের ১৭.৭৮ শতাংশ।
অর্থ মন্ত্রক সংসদে জানিয়েছে, ২০২০-তে প্রতিদিন গড়ে ২ হাজারের বেশি জাল নোট ধরা পড়ায় বলতেই হচ্ছে— আগের দু’বছরের তুলনায় জাল নোটের আধিক্য কোভিডের বছরে অনেকখানিই বেড়েছে।শুধু পুলিশ ও তদন্তকারী সংস্থার হাতে ধরা পড়া নয়, এর বাইরে ব্যাঙ্কেও বহু জাল নোট চিহ্নিত হয়েছে। ২০১৯-২০-তেই ২.৯৬ লক্ষ জাল নোট চিহ্নিত হয়েছে। এর ফলে গত দুবছরে দেশে ২০০০ টাকার নোট (currency) ছাপানোই হয়নি। এমনটাই জানানো হয়েছে লোকসভায়।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.