তৃণমূলে যোগ দিয়ে নতুন দায়িত্ব পেলেন যশবন্ত সিনহা

0
1

সদ্য তৃণমূলে যোগ দেওয়া বাজপেয়ী জমানার মন্ত্রী যশবন্ত সিনহা দলে নতুন দায়িত্ব পেলেন৷ তাঁকে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সহ-সভাপতি করা হলো৷ একইসঙ্গে প্রাক্তন বিজেপি নেতা যশবন্ত সিনহাকে ( Yashwant sinha)দলের ন্যাশনাল ওয়ার্কিং কমিটির সদস্যও করা হয়েছে ৷

প্রসঙ্গত, দিনকয়েক আগে তৃণমূলে যোগ দিয়ে যশবন্ত সিনহা বলেছিলেন, “বাংলাই আগামীদিনের ভারতের পথপ্রদর্শক হবে। বাংলার এই বিধানসভা ভোট কেবলমাত্র বাংলার জন্যই নয়, ২০২৪ সালে কেন্দ্রের সরকার পরিবর্তনের বিষয়েও বড় ভূমিকা পালন করবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)পাশে থাকতেই তৃণমূলে যোগদান। আমার সীমিত ক্ষমতা দিয়ে তাঁকে বিজয়ী করার লক্ষ্য নিয়ে লড়াই করব।”

 

 

 

সেদিন মোদি-শাহের বিরুদ্ধে তোপ দেগে প্রবীণ যশবন্ত সিনহা বলেন, “ওদের রাজনীতি মানুষ প্রত্যাখ্যান করবেই”৷ বলেছিলেন, “বাজপেয়ী জমানার বিজেপি’র সঙ্গে এখনকার বিজেপি-র আকাশ-পাতাল ফারাক আছে”৷ অসুস্থ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখাও করেন যশবন্ত সিনহা। দু’জনের মধ্যে প্রায় ৪৫ মিনিট কথা হয়৷

Advt