বেশকিছু দিন পরে ফের সারদা মামলায় তৎপরতা শুরু করেছে কেন্দ্রীয় আর্থিক তদন্ত সংস্থা। ইডি সূত্রে জানা গিয়েছে , সারদা মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। সারদা মামলায় যে টাকা লেনদেন হয়েছিল তা খতিয়ে দেখার জন্য ফের আজ সোমবার আইডি দফতরে তলব করা হয়েছে চিত্রশিল্পী শুভাপ্রসন্নকে।গত লেকাসভা নির্বাচনের সময়ে একবার শুভাপ্রসন্নকে সারদা মামলায় জেরা করেছিল সিবিআই। এবার ইডি।
আজ সকাল ১১ টা নাগাদ সিজিও কমপ্লেক্সে ইডি (ED) দফতরে এসেছেন চিত্রশিল্পী শুভাপ্রসন্ন (Subhaprasanna)। চ্যানেল বিক্রি সংক্রান্ত বিষয়ে তাঁকে জিজ্ঞসাবাদ করা হতে পারে বলে জানা গিয়েছে ।
ইডি সূত্রে খবর, শুভাপ্রসন্নর সঙ্গে একটি চ্যানেল বিক্রি সংক্রান্ত বিষয়ে চুক্ত হয়েছিল সুদীপ্ত সেনের (Sudipto Sen)। সেই মর্মে তিনি প্রায় ৯ কোটি টাকা সুদীপ্ত সেনের কাছ থেকে নিয়েছিলেন। এই তথ্য নিয়েই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে । শুভাপ্রসন্ন জানিয়েছেন, তিনি ইডির সঙ্গে সহযোগিতা করার জন্য প্রস্তুত ।








































































































































