নন্দীগ্রামে তৃণমূল (Tmc) প্রার্থী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) মনোনয়নপত্রে ভুল তথ্য রয়েছে। এই অভিযোগে মনোনয়ন বাতিল করার দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি (Bjp)।
মনোনয়নপত্রে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা নেই। কিন্তু
বিজেপি আইনজীবী সেলের দাবি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ছটি ফৌজদারি মামলা রয়েছে। তা মনোনয়নপত্রে উল্লেখ না করে নির্বাচন কমিশনের আইন বিরুদ্ধ কাজ করেছেন মমতা। এই কারণে, নন্দীগ্রামের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি তুলল বিজেপি। মমতার মনোনয়ন বাতিল করার দাবিতে সোমবার (Monday) বিকেলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দ্বারস্থ হন বিজেপি-র আইনজীবী সেলের প্রতিনিধিরা।
নন্দীগ্রামে মমতার প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) নির্বাচনী এজেন্ট মেঘনাদ পাল এবং বিজেপি আইনজীবী সেলের সদস্যরা সোমবার এ বিষয়ে কমিশনে অভিযোগ জানিয়েছেন।
পূর্ব মেদিনীপুর জেলা বিজেপি সূত্রের খবর, সোমবার দুপুরেই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের রিটার্নি অফিসারের কাছে এ বিষয়ে অভিযোগ দায়ের করেন মেঘনাদ।
আরও পড়ুন:রানির পায়ের তলায় পুত্রবধূ, শার্লি এবদো-র কার্টুন ঘিরে বিতর্ক
এ বিষয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Benarjee) বলেন, শুভেন্দু অধিকারীর মাথাতেই এসব মামলার বিষয়ে আসে কারণ তিনি নিজে 6 কোটি টাকা নেওয়ার মামলায় জড়িত রয়েছেন।
আর তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, বিজেপি হেরে যাবে বুঝতে পেরে খড়কুটো আঁকড়ে ধরার চেষ্টা করছে। উন্নয়নের কোনও দিশা তাদের নেই। কমিশনের তরফ থেকে যদি তৃণমূল প্রার্থীকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হয় তাহলে যথাযথ জবাব দেওয়া হবে। সবশেষে কুণাল ঘোষ বলেন, কারও বিরুদ্ধে কোনও মামলা হওয়া মানেই সেটা তিনি জানবেন তা নয়। দেশের বহু প্রথম সারির নেতার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় মামলা থাকে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত তাঁকে সেই মামলায় নোটিশ করা হচ্ছে বা জড়ানো হচ্ছে ততক্ষণ সেটা তিনি হলফনামায় সেটা দিতে পারেন না।







































































































































