‘১০ বছরে সোনার বাংলা গড়েছেন দিদি’, দলবদলের জল্পনা উড়িয়ে ভোট প্রচারে দেব

0
2

সামনেই বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছেন সব দলের প্রার্থীরাই। রাস্তায় নেমে প্রচার করছেন সব দলের হেভিওয়েট থেকে সেলিব্রিটি প্রার্থীরা। কিন্তু দীর্ঘদিন প্রচারে দেখা যায়নি ঘাটালের তারকা সাংসদ দেবকে (Dev)। যা উসকে দিয়েছিল দলবদলের জল্পনা। সমস্ত সমালোচনার অবসান ঘটালেন খোদ দেব। রবিবার উত্তর কাঁথির তৃণমূল প্রার্থীর প্রচারে সামিল হলেন তিনি।

প্রসঙ্গত, দিন কয়েক ধরেই ভোটের আগে প্রচার ময়দানে দেবের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছিল। শোনা যাচ্ছিল ঘাসফুল শিবির ছেড়ে দেব যেতে পারেন পদ্মশিবিরে। তার কারণ, তৃণমূল বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করলেও সেখানে দেখা যায়নি তারকা সাংসদকে। সেই কারণে তুঙ্গে উঠেছিল দলবদলের জল্পনা। সেই সব জল্পনা উড়িয়ে রবিবার উত্তর কাঁথির তৃণমূল প্রার্থী তরুণ জানার সমর্থনে প্রচারে যান ঘাটালের তৃণমূল সাংসদ দেব। দেশপ্রাণ ব্লকের ঢোলমারি থেকে মুকুন্দপুর পর্যন্ত রোড শো করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেছেন দেব। রামনগর কলেজে তাঁর প্রচারের কিছু অংশ সেখানে ফ্রেমবন্দি হয়েছে। দেব লিখেছেন, ‘ফাইনালি ২০২১-এর নির্বাচনের প্রচার শুরু করলাম আমি। এই বছর যাঁরা প্রার্থী হয়েছেন, তাঁদের সকলকে শুভেচ্ছা। আমার ব্যক্তিগত বিশ্বাস সব সময় দিদির সঙ্গে থাকবে। গত ১০ বছর ধরে মুখ্যমন্ত্রী হিসেবে বাংলার সেবা করেছেন তিনি। আশা করব স্বচ্ছ এবং অহিংস নির্বাচন হবে।’

 

View this post on Instagram

 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

Advt