সোমবারই সাত পাকে বাঁধা পড়লেন ক্রিকেটর যশপ্রীত বুমরাহ। পাত্রী টিভি সঞ্চালিকা সঞ্জনা গণেশন। গোয়ার এক বিলাসবহুল হোটেলে বিয়ের সব বন্দোবস্ত করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পক্ষের পরিবারের লোকজন এবং বুমরাহ-সঞ্জনার খুব কাছের কয়েকজন বন্ধু।
আগেই জানা গিয়েছিল রবিবারই তাঁদের বিয়ের সব আচার অনুষ্ঠান ছাড়াও সঙ্গীতের আয়োজন করা হয়েছিল। সেখানেও ছিলেন দুই পরিবারের গুটি কয়েক সদস্য। সূত্র মারফত খবর, এই বিয়ের অনুষ্ঠানকে প্রচারের আলোয় নিয়ে আসতে রাজি নন যশপ্রীত ও সঞ্জনা।
আরও পড়ুন-উপত্যকায় বড় সাফল্য, সেনার গুলিতে খতম জইশ কমান্ডার সাজ্জাদ আফগানি
জানা গিয়েছে, কয়েক বছর আগে বিসিসিআইয়ের বাৎসরিক অনুষ্ঠানে দু’জনের প্রথম সাক্ষাত হয়েছিল। আর সেখানেই নাকি ২৭ বছরের সঞ্জনার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্কের শুরু। যদিও বুমরা ও সঞ্জনা এই বিষয়টি নিয়ে কোনওদিনই কোনও কথা বলেননি। মোতেরায় গোলাপি বলের টেস্ট খেলার পরেই ছুটি নিয়ে ছিলেন যশপ্রীত বুমরাহ।








































































































































