বৈশাখীও নয় রিমঝিমও নয়, কসবা কেন্দ্রে ডাক্তার প্রার্থী বিজেপির

0
1

দক্ষিণ কলকাতার গুরুত্বপূর্ণ কসবা কেন্দ্রে বিজেপির প্রার্থী কে হবেন তা নিয়ে ব্যাপক আগ্রহ ছিল রাজনৈতিক মহলে। সম্ভাব্য নাম হিসেবে উঠে আসছিল দলের কলকাতা জোনের পর্যবেক্ষক শোভন চট্টোপাধ্যায়ের বিশেষ বান্ধবী তথা সহ-পর্যবেক্ষক বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু সেগুড়ে বালি। বিজেপি এই কেন্দ্রে প্রার্থী করল বিশিষ্ট ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসক ইন্দ্রনীল খাঁ-কে। অসমর্থিত সূত্রের খবর, যা নিয়ে ঘনিষ্ঠ মহলে ক্ষোভ প্রকাশ করেছেন শোভন-বৈশাখী। এবং আবারও এই জুটিকে নিয়ে বিড়ম্বনায় বিজেপি।

এদিকে ইন্দ্রনীলবাবু চিকিৎসক মহলে পরিচিত হলেও এই দুই হেভিওয়েট প্রার্থী তৃণমূলের মন্ত্রী জাভেদ খান ও সিপিএমের তরুণ তুর্কি শতরূপ ঘোষের বিরুদ্ধে খুবই বেমানান বলে মনে করছে রাজনৈতিক মহল। স্থানীয় বিজেপি কর্মীরা এমন প্রার্থীতে একেবারেই খুশি নয়। অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন বলে শোনা যাচ্ছে।

আরও পড়ুন:নন্দীগ্রামে আহত মমতা: সাসপেন্ড নিরাপত্তা আধিকর্তা-এসপি, সরলেন ডিএম

অন্যদিকে, বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি কসবা কেন্দ্রে নাম উঠে এসেছিল অভিনেত্রী রিমঝম মিত্রের। কিন্তু তাঁকেও কলকাতার কোনও কেন্দ্র থেকে প্রার্থী করা হয়নি।

Advt