উত্তরপাড়ায় প্রার্থী প্রবীর, নির্দল হয়ে লড়তে চান আদি বিজেপি নেত্রী কৃষ্ণা

0
1

উত্তরপাড়ায় বিজেপি (Bjp) প্রার্থী হিসেবে প্রবীর ঘোষালের (Prabir Ghosal) নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই ব্যাপক বিক্ষোভ শুরু উত্তরপাড়া (Uttorpara) বিধানসভা জুড়ে। গত 30 বছর ধরে হুগলিতে (Hoogli) বিজেপি করা কৃষ্ণা ভট্টাচার্য (Krisna Bhattacharya), যিনি বিজেপির রাজ্য কমিটির সদস্য তাঁকে প্রার্থী না করে সদ্য তৃণমূল থেকে আসা প্রবীর ঘোষালকে প্রার্থী করায় ক্ষুব্ধ আদি বিজেপিরা। রবিবার দুপুরে বিজেপির প্রার্থী পদ ঘোষণার সঙ্গে সঙ্গেই বিক্ষোভ শুরু হয়ে যায়। তাঁদের বক্তব্য, যেভাবে দীর্ঘদিন ধরে বিজেপি করা কর্মীদের সঙ্গে বঞ্চনা করা হয়েছে। প্রার্থী পদ ঘোষণার পরেই বিজেপির দেওয়াল লিখন মুছতেও দেখা যায় আদি কর্মীদের।

কৃষ্ণা ভট্টাচার্য বলেন, “30 বছর ধরে বিজেপি করলাম। আজ দেখা গেল, একশ্রেণীর নেতারা আমাকে বাদ দিয়ে প্রবীর ঘোষালকে প্রার্থী করলেন। যে প্রবীর ঘোষালের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। আগামিকাল আমাদের কর্মীদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব। আমি এই উত্তরপাড়া কেন্দ্রে নির্দল প্রার্থী হয়ে নির্বাচনে জিতে দলকে দেখিয়ে দেব”।

আরও পড়ুন- বৈশাখীও নয় রিমঝিমও নয়, কসবা কেন্দ্রে ডাক্তার প্রার্থী বিজেপির


Advt