খাবারের সঙ্গেই সূচ, অস্ত্রোপচারে সাফল্য পেলেন চিকিৎসকরা

0
1

অবিশ্বাস্য হলেও সত্যি! পেটের ভিতর তিন তিনটে সূচ। সেগুলি নিয়েই একমাস ধরে ঘুরে বেড়াচ্ছিলেন রোশনি। কিন্তু হঠাৎ শুরু হয় রক্ত বমি। সঙ্গে অসহ্য পেট, গলা ও পিঠে ব্যথা। পরীক্ষা করে চিকিৎসকরা জানান তাঁর পেটের ভিতর রয়েছে তিনটি সূচ। এরপরই তড়িঘড়ি তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে অস্ত্রোপচার করে সফল হন চিকিৎসকরা। আপাতত স্থিতিশীল রয়েছেন শিবপুরের রোশনি খাতুন নামে ওই কিশোরী।

কিন্তু কী করে পেটের ভিতর সূচ গেল? পরিবার সূত্রে জানা যায়, এক আত্মীয়ের বাড়িতে গিয়ে খাবারের সঙ্গে পাঁচটি সূচ খেয়ে ফেলেন তিনি। অস্বস্তি হতেই বমি করলে বেরিয়ে আসে দু’টি। কিন্তু খাবারের সঙ্গে আরও ৩টি সূচ যে পেটে চলে গিয়েছে, সেটা জানতে পারেননি রোশনি। গত সপ্তাহে অসুস্থ বোধ করলে শিবপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসক সিরাজ আহমেদকে দেখান। সূচ খেয়ে ফেলার কথা জানার পর এক্সরে এবং এন্ডোস্কপি করে চিকিৎসকরা জানতে পারেন, একটি কিডনিতে, একটি গলার নলি এবং তৃতীয় সূচটি রোশনির স্পাইনাল কর্ডে আটকে রয়েছে। এর পরেই চিকিৎসক সিরাজ আহমেদের নেতৃত্বে ৪ জন চিকিৎসকের একটি দল তৈরি করে শুক্রবার অস্ত্রোপচার হয় কিশোরীর। অস্ত্রোপচারের দ্বারাই সূচগুলি বের করে আনেন চিকিৎসকরা। অস্ত্রোপচারের পর ডক্টর আহমেদ বলেন, “কিডনিতে আটকে থাকা সূচটি বের করতে খুবই ঝুঁকি নিতে হয়। এটা সফল না হলে ইনফেকশন বেড়ে গিয়ে আরও জটিল আকার নিত।”

Advt