আহত বাঘ ভয়ঙ্কর, ভাঙা পায়ে সারা বাংলা ঘুরব, খেলা হবে: মমতা

0
1

পায়ে চোট। চিকিৎসকরা 15 দিন বিশ্রাম নিতে বলেছিলেন কিন্তু একদিন পরেই প্রচারে নেমে পড়লেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। আর জানালেন, “আমি হুইলচেয়ারে (Wheelchair), ভাঙা পায়ে সারা বাংলা ঘুরব। খেলা হবে”।

রবিবার, হুইলচেয়ারে ৫ কিলোমিটার পদযাত্রা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজেই মিছিলে নেতৃত্বে দেন। পরে যোগ দেন সভায়। হাজরার সভায় তিনি বলেন, “শারীরিক যন্ত্রণার থেকে মানসিক যন্ত্রণা অনেক বড়। সারা শরীরে আমার আঘাতের চিহ্ন। কিন্তু আমি কখনও তোয়াক্কা করিনি। গণতন্ত্রের যন্ত্রণা বড়।স্বৈরাচারীদের হাত থেকে গণতন্ত্রকে রক্ষার দায়িত্ব অনেক বেশি”।

এরপরেই তৃণমূল (Tmc) নেত্রী বলেন, “ভাঙা পায়ে সারা বাংলা ঘুরে বেড়াব, খেলা হবে”। তিনি বলেন, নিহত বাঘের থেকে আহত বাঘ আরও বেশি ভয়ঙ্কর। তিনি বলেন, “অনেক বাধা পেরিয়ে এসেছি। কিন্তু কখনও মাথা নত করিনি। আমাকে ডাক্তাররা ১৫ দিন রেস্ট নিতে বলেছেন। কিন্তু আমাকে বেরোতেই হবে”।

তিনি বলেন, “হাজরা আমার কাছে ঐতিহাসিক জায়গা, এখানে অনেকবার প্রাণে মারার চেষ্টা হয়েছে”। এই কদিন মা-মাটি-মানুষ তাঁকে নিয়ে উদ্বিগ্ন হয়েছে, তাঁদের সকলে কৃতজ্ঞতা জানান তৃণমূলনেত্রী।

আরও পড়ুন:তারকা, দলবদলু থেকে কেন্দ্রীয় মন্ত্রী, দেখে নিন বিজেপির তৃতীয়- চতুর্থ দফার প্রার্থী তালিকা

Advt