নয়া অবতারে মহেন্দ্র সিং ধোনি! নেটদুনিয়া উত্তাল

0
1

আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকে আগেই অবসর নিয়েছেন “ক্যাপ্টেন কুল” মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)। ক্রিকেটার ধোনি এবার ধরা দিলেন নতুন অবতারে। ধোনির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে। যা কার্যত নেট দুনিয়ায় বিস্ফোরণ ঘটিয়েছে। ছবিতে দেখা যাচ্ছে মাহি মুণ্ডিতমস্তক। পরনে বৌদ্ধ সন্ন্যাসীর পোশাক। তাহলে কি ক্রিকেট ছেড়ে বৌদ্ধ সন্ন্যাসী হয়ে যাচ্ছেন ধোনি? ক্রিকেট মহলে এখন এই প্রশ্নই ঘোরাফেরা করছে।

চেন্নাইয়ে সিএসকে (CSK) শিবির অবশ্য জানাচ্ছে, ধোনি মোটেও সন্ন্যাসী হয়ে যাননি।ক্রিকেট মাঠেই সক্রিয় রয়েছেন। চেন্নাই সুপার কিংসের চিফ এগজিকিউটিভ অফিসার (CEO) কাশী বিশ্বনাথন বলেন, “ধোনি আগের মতোই প্র্যাক্টিস করছেন।” যদিও বৌদ্ধ সন্ন্যাসীর বেশে কেন নিজেকে ধরা দিলেন মাহি, সে প্রশ্নের সঠিক উত্তর এখনও মেলেনি।

আরও পড়ুন:অবসরের পরও ব‍্যাট হাতে কামাল সচিন তেন্ডুলকরের

Advt