দ্বিতীয় টি-২০ ম‍্যাচে ৭ উইকেটে জয় ভারতের

0
3

দ্বিতীয় টি-২০( t-20) ম‍্যাচে জয় পেল ভারত( india)। রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে( narendra modi stadium ) তারা ৭ উইকেটে জিতল ইংল‍্যান্ডের( england) বিরুদ্ধে । ভারতের হয়ে দুরন্ত ব‍্যাটিং অধিনায়ক বিরাট কোহলির(virat kohli)। অভিষেক ম‍্যাচে অর্ধশতরান ঈশান কিষানের। এই জয়ের ফলে সিরিজ সমতায় আনল টিম ইন্ডিয়া। সিরিজের ফলাফল ১-১।

এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন বিরাট কোহলি। প্রথমে ব‍্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৬৪ রান করে ইয়ন মর্গ‍্যানের দল। ইংল‍্যান্ডের হয়ে ৪৬ রান করেন জেসন রয়। জস বার্টলার করেন মাত্র শূন‍্য রান। মালান করেন ২৪ রান। ব্রিস্ট্রো করেন ২০ রান। ২৮ রান করেন মর্গ‍্যান। স্টোকস করেন ২৪ রান। ভারতের হয়ে দুটি করে উইকেট নেন ওয়াশিংটন সুন্দর এবং শার্দুল ঠাকুর। একটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার এবং যুজবেন্দ্র চ‍্যাহাল।

জবাবে ব‍্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে সহজে জয় তুলে নেয় ভারত। এদিন কে এল রাহুলের সঙ্গে ওপেনিং করতে নামেন ঈশান কিষান। অভিষেক ম‍্যাচে দলকে ভরসা দিলেন তিনি। রাহুল শূন‍্য রানে আউট হলেও, ৫৬ রান করেন ঈশান। ৭৩ রান করে অপরাজিত বিরাট কোহলি। ২৬ রান করেন ঋষভ পান্থ। ইংল‍্যান্ডের হয়ে একটি করে উইকেট নেন সাম কুরান, ক্রিস জর্ডন এবং আদিল রশিদ।

আরও পড়ুন:চার্চিলের বিরুদ্ধে জয় চাইছেন শঙ্করলাল

Advt