টাকার বিনিময়ে টিকিট বন্টন! জেলায় জেলায় বিজেপি কর্মীদের বিক্ষোভ-ভাঙচুর-আগুন

0
2

বিজেপির (BJP) দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা (Candidate List) ঘোষণা হতেই বিক্ষোভের আঁচ জেলায় জেলায়। আদি-নব্য দ্বন্দ্ব প্রকাশ্যে। এবার হাওড়ার পাঁচলাতেও (Panchla) তৃণমূলত্যাগী (TMC) বিজেপি প্রার্থীকে (BJP Candidate) নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল। ট্রাকে করে এসে কয়েকশো বিজেপি কর্মী ভেঙে গুঁড়িয়ে দিলেন দলীয় পার্টি অফিস। আগুন ধরানোরও চেষ্টাও করেন বিজেপির বিদ্রোহীরা!

দিল্লি থেকে রবিবার তৃতীয় ও চতুর্থ দফার তালিকা প্রকাশ করেছে বিজেপি। হাওড়া পাঁচলা বিধানসভার বিজেপি প্রার্থী হিসাবে ঘোষিত হয়েছে মহিত লাল ঘাঁটির নাম। আর তার পরেই প্রার্থী প্রত্যাহারের দাবিতে হাওড়া গ্রামীণ জেলা বিজেপির পার্টি অফিস ভেঙে গুঁড়িয়ে দিলো পাঁচলা বিধানসভা কেন্দ্রের বিজেপি নেতৃত্ব ও কয়েকশো কর্মী ও সমর্থক। এমনকি পার্টি অফিসে আগুন লাগানোর চেষ্টা করা হয় বলেও অভিযোগ। অবিলম্বে বিজেপি প্রার্থী পরিবর্তন করা না হলে এই বিক্ষোভ চলবে বলে হুঁশিয়ারি দেন গেরুয়া সমর্থকরা। টাকার বিনিময়ে টিকিট দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা।

প্রসঙ্গত, পাঁচলা কেন্দ্রের বিজেপি প্রার্থী মোহিত লাল ঘাঁটি কিছুদিন আগেই তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে যোগদান করেন। আর রবিবার বিজেপির প্রার্থী হিসেবে তাঁর নামই ঘোষণা হওয়ার পর রীতিমতো বিদ্রোহ শুরু করে দেন আদি বিজেপি কর্মী ও সমর্থকেরা। পুরনো বিজেপি সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েন।

অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার (Diamond Harbour) বিধানসভা কেন্দ্রে তৃণমূল ছুট দীপক হালদারকে (Dipak Haldar) প্রার্থী করায় ক্ষোভে ফেটে পড়েন আদি বিজেপি কর্মীরা। প্রার্থী পদ প্রত্যাহার করা না হলে আরও বড় আন্দোলনের হুমকি দেন তাঁরা। প্রসঙ্গত, শুভেন্দু অধিকারীর হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন দীপক হালদার।

Advt