চণ্ডীতলায় সেলিমের বিরুদ্ধে যশ, শিবপুরে রুদ্রনীল, ভবানীপুরে তথাগত বিজেপির সম্ভাব্য প্রার্থী

0
1

পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে দলের বাকি প্রার্থীদের নাম আজ রবিবার ঘোষণা করতে পারে বিজেপি (BJP)।

বিজেপির কেন্দ্রীয় দফতরে রাজ্য বিধানসভা ভোটের (WB Assembly Election 2021) বাকি প্রার্থীদের নাম চূড়ান্ত করতে শনিবার বৈঠকে বসেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা৷ ছিলেন বঙ্গ বিজেপি নেতারাও।

আরও পড়ুন-হুইল চেয়ারেই রবিবার রাজপথে মমতা

বিজেপি সূত্রে প্রাপ্ত সম্ভাব্য প্রার্থীদের নাম:

◾মুখ্যমন্ত্রীর ছেড়ে যাওয়া কেন্দ্র ভবানীপুরে প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়

◾চণ্ডীতলায় সম্ভাব্য প্রার্থী অভিনেতা যশ দাশগুপ্ত৷ এই কেন্দ্রে সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম।

◾শিবপুর – রুদ্রনীল ঘোষ

◾ডোমজুড় – রাজীব বন্দ্যোপাধ্যায়

◾বিধাননগর – সব্যসাচী দত্ত
◾রাজারহাট-গোপালপুর – শমীক ভট্টাচার্য

◾দক্ষিণ হাওড়া – রন্তিদেব সেনগুপ্ত

◾বালি – ডাঃ রথীন চক্রবর্তী

◾মধ্য হাওড়া – সঞ্জয় সিংহ

◾রাজারহাট নিউটাউন – অভিনেত্রী অঞ্জনা বসু

◾রানীগঞ্জ – সৌরভ সিকদার

◾বীজপুর – শুভ্রাংশু রায়

◾জগদ্দল – সৌরভ সিং

◾নৈহাটি – ফাল্গুনী পাত্র

◾ভাটপাড়া – পবন সিং

◾কামারহাটি – রাজু বন্দ্যোপাধ্যায়

◾উত্তর হাওড়া – উমেশ রাই

◾সাঁকরাইল – প্রভাকর পণ্ডিত

Advt