হুইল চেয়ারেই রবিবার রাজপথে মমতা

0
1

ভোট দোরগড়ায়, তাই আর বিশ্রাম নয়৷

রবিবার, ১৪ মার্চ, ‘নন্দীগ্রাম দিবস’৷ সব কিছু ঠিক থাকলে রবিবার বিকেলেই সম্ভবত জনতার মাঝে ফিরছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে স্বাভাবিক চলাফেরা করার মতো শারীরিক পরিস্থিতি এখন তাঁর নেই৷ সম্ভবত হুইল চেয়ারেই তিনি রাজপথে নামবেন৷

‘নন্দীগ্রাম দিবস’ (Nandigram Divas) উপলক্ষ্যে রবিবার বেলা ৩টে নাগাদ মেয়ো রোড থেকে একটি মিছিল করবে তৃণমূল৷ ওই মিছিল শেষ হবে হাজরা মোড়ে৷ আপাতত ঠিক আছে, হাজরা মোড়েই থাকবেন মমতা৷

এই কর্মসূচির পর সন্ধ্যে ৭টা নাগাদ কালীঘাটের কার্যালয় থেকে রবিবারই দলের নির্বাচনী ইস্তাহারও (Manifesto) প্রকাশ করবেন তৃণমূল সুপ্রিমো৷

আরও পড়ুন- আইএসএল চ‍্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি, লোবেরার দলের কাছে হারের হ্যাটট্রিক বাগান ব্রিগেডের

Advt