সোমবার থেকে ফের নির্বাচনী প্রচারে মমতা!

0
3

চিকিৎসকদের পরামর্শ দূরে সরিয়ে রেখে সোমবার থেকে ফের নির্বাচনী প্রচারে নেমে পড়তে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব কিছু ঠিকঠাক থাকলে তিনি সফর শুরু করবেন ঝাড়গ্রাম থেকে। সফরে বেরোনোর আগে রবিবার, নন্দীগ্রাম দিবসে (১৪ মার্চ) বাড়ি থেকে তৃণমূলের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করবেন মমতা। তাঁর আকস্মিক দুর্ঘটনায় ইস্তাহার প্রকাশের কর্মসূচির দিন পরিবর্তন হয়।
এসএসকেএম হাসপাতাল থেকে শুক্রবার সন্ধ্যায় বাড়ি ফিরেছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, বুধবার নন্দীগ্রামে মনোনয়ন জমা দেওয়ার পরে তিনি দুর্ঘটনায় পড়েন । দ্রুত সেখান থেকে তাঁকে আনা হয় এসএসকেএম-এ। পরীক্ষা-নিরীক্ষার পরে চিকিৎসকেরা আঘাত লাগা পায়ে প্রাথমিক প্লাস্টার করেছিলেন। তাকে দেওয়া হয় বিশেষ ধরনের ‘প্লাস্টার শ্যু’। চিকিৎসকেরা চেয়েছিলেন, মুখ্যমন্ত্রী আরও ৪৮ ঘণ্টা হাসপাতালে পর্যবেক্ষণে থাকুন। তা ছাড়াও, অন্তত সাত দিন বিশ্রামের পরামর্শ ছিল চিকিৎসকদের। তৃণমূল নেত্রী বাড়ি ফেরার জন্য চিকিৎসকদের বারবার অনুরোধ করায়, ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তাঁকে ৭ দিনের মাথায় ফের পরীক্ষা করবেন চিকিৎসকরা।
বাড়ি ফিরে তৃণমূল নেত্রী বলেছেন, ‘আঘাত, যন্ত্রণা সব কিছুর পরেও বলছি, মানুষের কাছে গিয়ে আমাকে দাঁড়াতেই হবে। কারণ নির্বাচন একটি বড় রাজনৈতিক সংগ্রাম। সেখানে মানুষই আমার শক্তি। তাই নিজের কষ্টের থেকে মানুষের সামনে পৌঁছনো আমার কাছে বেশি জরুরি।
হুইলচেয়ারে বসে বক্তৃতা করবেন মমতা। নির্বাচনী সফরের সময় বিভিন্ন জেলায় যে সব হোটেল বা গেস্ট হাউসে তিনি রাতে থাকবেন, সেখানেও প্রয়োজনীয় বন্দোবস্ত রাখা হচ্ছে ।