‘বিজেপিকে একটিও ভোট নয়’, নন্দীগ্রামে রাকেশ টিকাইতের হুঙ্কার ‘খেলা হবে’

0
1

তিন কৃষি আইনের(Farm law) প্রতিবাদে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন দেশের কৃষকরা(Farmer)। যদিও এতদিন এই আন্দোলন মূলত পাঞ্জাব, দিল্লি, উত্তরপ্রদেশ ও হরিয়ানাতেই সীমাবদ্ধ ছিল। কিন্তু এবার গোটা দেশে এই আন্দোলন ছড়িয়ে দিতে চাইছেন কৃষক নেতা রাকেশ টিকাইত। তারই অঙ্গ হিসেবে নির্বাচনের ঠিক আগে শনিবার রাজ্যে এলেন কৃষক নেতা রাকেশ টিকাইত(Rakesh Tikait)। শুধু তাই নয়, এবারে বাংলার হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামের(Nandigram) মাটিতে দাঁড়িয়ে সেখানকার সাধারণ মানুষের কাছে তিনি আবেদন জানালেন বিজেপিকে একটা ভোট না দেওয়ার জন্য। পাশাপাশি কৃষক নেতার গলায় এদিন শোনা গেল ‘খেলা হবে’।

বাংলায় বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বঙ্গে বিজেপিকে ধাক্কা দিতে গত শুক্রবার থেকে রাজ্যে একের পর এক কর্মসূচি করে চলেছে সংযুক্ত কিষাণ মোর্চা। গতকাল কলকাতা প্রেসক্লাবে সাংবাদিক বৈঠক করে কৃষক নেতা যোগেন্দ্র যাদব জানিয়েছিলেন, ‘বিজেপিকে ভোট না দেওয়ার জন্য।’ এদিন নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে একই সুর শোনা গেল রাকেশের গলায়। তিনি বলেন, বিজেপিকে হারাতে পারবে এমন কোনও দলকে ভোট দিন। বিজেপিকে একটিও ভোট দেবেন না। আমরা ওদের হারাতেই এখানে এসেছি। পাশাপাশি নন্দীগ্রামে একটি মিছিলও করেন ওই কৃষক নেতা। সেই মিছিলে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

একইসঙ্গে বিজেপি সরকারের দিকে অভিযোগের আঙুল তুলে রাকেশ টিকাইট বলেন, ‘এখানে খেলা হবে। বড় বড় কোম্পানি আসবে। তারা এখানে আসবে সমুদ্র থেকে মাছ ধরতে। ছোটখাটো পুকুর এখানে বন্ধ হয়ে যাবে। কোম্পানি এভাবেই কাজ করবে এখানে। কোনও দল নয়, বড় বড় কোম্পানি সরকার চালাচ্ছে এখন। এয়ারপোর্ট, রেল সব বিক্রি হয়ে গেছে। এখন নজর গিয়েছে কৃষকদের ওপর।’

আরও পড়ুন:‘ভোটে জিততেই বিজেপির সঙ্গে জোট’ অকপট স্বীকারোক্তি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর

পাশাপাশি নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় আহত হওয়া প্রসঙ্গে নাম না করে বিজেপিকে আক্রমণ করেন রাকেশ। বলেন, ‘মমতা বন্দোপাধ্যায় একমাত্র সংগ্রামী মহিলা। যিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লাগাতার লড়াই করে চলেছে। হতে পারে এটা কোন ষড়যন্ত্র।’ পাশাপাশি নাম না করে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকেও আক্রমণ করেন ওই কৃষক নেতা। বলেন, ‘লড়াই আমাদের প্রত্যেককে লড়তে হবে বিজেপিকে হারানোর জন্য। হলে বিজেপি কে হারাতে পারবে এমন কোন শক্তিশালি প্রার্থীকে ভোট দিন। কোনও দলবদলুকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না যে একজন মহিলাকে ষড়যন্ত্র করে আহত করেছে।’

Advt