কয়লা কাণ্ডে সিআইডি জালে রণধীর, বিনয়ের বিরুদ্ধে লুক আউট নোটিশ

0
1

কয়লা কাণ্ডে ( Coal smuggling case) ফের আরও এক গ্রেফতার। এবার রণধীর সিং (Randhir singh)। লালা ঘনিষ্ঠ বলেই পরিচিত। শুক্রবার রাতে তাকে অন্ডালের কাজোরা (kajora of Andal) থেকে গ্রেফতার করেছে সিআইডি। তাকে আজই কোর্টে পেশ করে রিমান্ডে নিতে চায় সিআইডি (CID)। অনুমান তাকে জেরা করে কয়লা পাচারের অন্দরমহলে প্রবেশ করতে পারবে তদন্তকারীরা।

 

সিআইডি তদন্তে নামার পরেই রণধীরকে খুঁজছিল। সে গা ঢাকা দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। শুক্রবার রাতে রণধীর তার কাজোরার বাড়িয়ে ফেরে বলে খবর আসে। সিআইডি তাকে গ্রেফতার করে।

 

মূলত অন্ডালের কাজোরা এলাকার কয়েকটি খনি থেকে রণধীর কয়লা পাচার করতো বলে খবর। এলাকা থেকে কয়লা বের করে দেওয়াই ছিল তার মূল কাজ। লালার (lala alias Anup Maji) দলের অন্যতম হাতিয়ার ছিল রণধীর। তার সম্পত্তির দিকেও নজর রয়েছে সিআইইডির।

 

অন্যদিকে গরু পাচার কাণ্ডে বিনয় মিশ্রর (Binoy Mishra) বিরুদ্ধে লুক আউট নোটিশ (Look out notice) জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিবিআই (CBI) ইন্টারপোলকে (Interpol) লুক আউট নোটিশ জারি করতে অনুরোধ করেছে। বিনয় বিদেশে গা ঢাকা দিয়ে রয়েছে বলেই অনুমান সিবিআইয়ের।

Advt