দলবিরোধী কাজের অভিযোগে পূর্ব মেদিনীপুরে বহিষ্কৃত ১০ তৃণমূল নেতা

0
1

দলবিরোধী কাজের অভিযোগে নির্বাচন পূর্বে পূর্ব মেদিনীপুরে বহিষ্কার করা হল ১০ জন তৃণমূল(TMC) নেতাকে। শনিবার সাংবাদিক বৈঠক করে এই তথ্য প্রকাশ করেন পূর্ব মেদিনীপুরের তৃণমূল জেলা সভাপতি সৌমেন মহাপাত্র(Suman Mahapatra)। অভিযোগ এই ১০ তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) সঙ্গে যোগাযোগ রেখে চলছিলেন। যাদের বহিষ্কার করা হয়েছে সেই তৃণমূল নেতারা প্রত্যেকেই শুভেন্দু ঘনিষ্ঠ।

আরও পড়ুন:‘আদানির সম্পত্তি বেড়েছে ১২ লক্ষ কোটি আর আপনার শূন্য’, সরব রাহুল

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ওই ১০ জন তৃণমূল নেতাকে ৩ বছরের জন্য বহিষ্কার করেছে দল। বহিষ্কৃতদের তালিকায় রয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের ২ তৃনমূল সদস্য, জেলা পরিষদের তৃণমূল কর্মাধ্যক্ষও। পাশাপাশি রয়েছেন বেশকিছু প্রধান, উপপ্রধান ও অন্যান্য নেতারা। জানানো হয়েছে এই ১০ জন তৃণমূল নেতা পূর্ব মেদিনীপুরের তমলুক ব্লকের। তৃণমূল সূত্রের খবর, যাদের বহিষ্কার করা হয়েছে তারা শুভেন্দু অধিকারীর অনুগামী হিসেবে পরিচিত ছিল। এবং দল তাদের উপর দীর্ঘদিন ধরে নজর রেখেছিল। পাশাপাশি জেলার প্রতিটি ব্লক কমিটিকে এই সমস্ত নেতাদের তালিকা প্রস্তুত করতে বলা হয়েছিল। সেই তালিকা রাজ্য কমিটিতে যায় এবং রাজ্য সভাপতির অনুমোদনের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে এই বহিষ্কার তমলুকের শহিদ মাতঙ্গিনী ব্লক থেকে শুরু হলেও আগামী দিনে জেলার আরো ২৫ টি ব্লক থেকে দল বিরোধী কাজে অভিযুক্ত তৃণমূল নেতাদের বহিষ্কার করা হবে বলেও জানানো হয়েছে।

Advt