প্রচারে রাজ্যে আসছেন সোনিয়া,রাহুল, প্রিয়াঙ্কা, নাম নেই ‘বিদ্রোহী’ নেতাদের

0
1

একুশের বঙ্গ-ভোটের প্রথম দফার প্রচারের জন্য রাজ্যে আসছেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মনমোহন সিং সহ মোট ৩০ জন নেতা৷

দলের “তারকা প্রচারক”-দের তালিকা প্রকাশ করেছে কংগ্রেস (Congress)৷ সেই তালিকাতেই রয়েছে এই সব নাম৷ আছেন নভজ্যোত সিং সিধু, সচিন পাইলট, মহম্মদ আজহারউদ্দিনও৷ কংগ্রেস সভাপতি পদে বদল চেয়েছিলেন যে ২৩ জন নেতা, সেই ‘বাগী’ নেতাদের একজনকেও রাখা হয়নি এই তালিকায়৷ ‘তারকা প্রচারক’-দের তালিকায় বাংলা থেকে রয়েছেন অধীর চৌধুরি, আব্দুল মান্নান, দীপা দাশমুন্সি, অভিজিৎ মুখোপাধ্যায়৷

তালিকায় দেখা যাচ্ছে, গোলাম নবি আজাদ, আনন্দ শর্মা, কপিল সিব্বল, মণীশ তিওয়ারির মতো যে নেতাদের নাম নেই৷ এই নেতারাই দলের মধ্যে নেতৃত্বে বদলের দাবি তুলেছেন৷ এদের কাউকেই বাংলায় প্রথম দফার ভোটের প্রচারে ব্যবহার করছে না কংগ্রেস৷ জানা যায়নি, কংগ্রেস শীর্ষনেতারা শুধুই কংগ্রেস প্রার্থীদের হয়ে প্রচার করবেন, না’কি, শরিক দলের প্রার্থীদের হয়েও সমর্থন চাইবেন !

আরও পড়ুন- জনতার মন জিততে ট্রেনেই প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী

Advt