মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনা করে টুইট রাজ্যপালের

0
3

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যের খোঁজ নিয়ে তাঁর আরোগ্য কামনা করে টুইট করলেন রাজ্যপাল (Governor) জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। টুইটে তিনি লিখেছেন , ‘মুখ্যমন্ত্রী দ্রুত সেরে উঠে স্বাভাবিক জীবনে ফিরে আসুন, শান্তি এবং সৌহার্দ্যের পরিস্থিতিতেই গণতন্ত্র বিকশিত হয়। পশ্চিমবঙ্গ তার সমৃদ্ধ সংস্কৃতির জন্য অন্যদের থেকে আলাদা। এখন শান্ত থাকার সময়, সবাইকে শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানাই’।
প্রসঙ্গত, ঘটনার দিনই মমতাকে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । যদিও সেদিন তাঁকে বিক্ষোভের মুখে পড়তে হয়। তা সত্ত্বেও স্বাভাবিক সৌজন্যবোধ থেকে সরে আসেননি রাজ্যের প্রশাসনিক প্রধান।