বিজেপিতে যোগ দিয়েছেন সুপারস্টার মিঠুন চক্রবর্তী। আর তাতেই বেজায় ‘ক্ষুব্ধ’ বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasrin)। বৃহস্পতিবার ফেসবুকে তসলিমা লিখেছেন, “নানান ঘাটের জল খাওয়া সাপ খোপ নিয়ে বিজেপি কী করবে সেটাই ভাবছি। সাপ, তাও আবার পদ্ম গোখরা, কাকে ছোবল মারতে গিয়ে কাকে মারে, কে জানে! কেন যে বেচারারা কেঁচো খুঁড়তে গিয়েছিল!”
দীর্ঘদিন তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন মিঠুন। এরপর রাজ্যসভার সাংসদ ছিলেন। ৫ বছর আগে চিটফান্ড মামলায় নাম জড়ায় অভিনেতার। ২০১৬ সালের শেষের দিকে রাজ্যসভার সাংসদ পদ ত্যাগ করেন তিনি। তারপর বেশ কিছুদিন রাজনীতি থেকে সরে ছিলেন তিনি।
আরও পড়ুন-মনোনয়ন জমা দিলেন নন্দীগ্রামের বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী
মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে তোপ দাগার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তসলিমা। ফের ফেসবুকে তিনি লেখেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের এই করুণ অবস্থা দেখে আমার খুব কষ্ট হচ্ছে। ভিড়ের মধ্যে, শুনেছি, কিছু লোক তাঁকে আক্রমণ করেছে। গোঁড়ালির হাড়, লিগামেন্ট, ডান কাঁধ — সবখানে আঘাতের চিহ্ন। আমাদের ভোলা উচিত নয় যে পুরো ভারতে তিনিই একমাত্র মুখ্যমন্ত্রী, যিনি পুরুষ নন। তিনি চান বা না-চান, এই পুরুষের সমাজে তাঁর দ্বিগুণ নিরাপত্তা দরকার।”