ছেলে বনির বিজেপি যোগ নিয়ে মুখ খুললেন তৃণমূলে যোগ দেওয়া মা পিয়া সেনগুপ্ত

0
1

বঙ্গ রাজনীতিতে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গিয়েছে টলিউড(Tollywood)। প্রায় প্রতিদিন ঘটছে রং বদল। নির্বাচন শুরুর আগে কেউ তৃণমূল(TMC) তো আবার কেউ যোগ দিচ্ছেন বিজেপিতে(BJP)। সেই ধারা অব্যাহত রেখে বুধবার বিজেপিতে যোগ দিয়েছেন টলি অভিনেতা বনি সেনগুপ্ত(Boni SenGupta)। তবে বনি বিজেপিতে যোগ দিলেও কিছুদিন আগেই তার মা পিয়া সেনগুপ্ত ও প্রেমিকা কৌশানী মুখোপাধ্যায়(koushani Mukherjee) যোগ দিয়েছেন তৃনমূলের। কৃষ্ণনগর উত্তর থেকে তৃণমূলের প্রার্থী করা হয়েছে কৌশানিকে। এমন পরিস্থিতির মাঝে ছেলের বিজেপি যোগ নিয়ে মুখ খুললেন পিয়া সেনগুপ্ত(Piya Sengupta)।

সম্প্রতি সংবাদমাধ্যমের তরফে এ প্রসঙ্গে ইম্পা কর্তা পিয়া সেনগুপ্তকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি এখন কলকাতায় নেই সাতদিন ধরে বাইরে শো করছি। কাল বাড়ি ফিরব তারপর কথা হবে।’ বনি প্রসঙ্গে তিনি বলেন, ‘ও কেন এই সিদ্ধান্ত নিয়েছে? কিভাবে নিয়েছে? এ নিয়ে আমার সঙ্গে কোনো আলোচনা হয়নি। সুতরাং যতক্ষণ না ওর সঙ্গে কথা হচ্ছে ততক্ষণ এই বিষয়ে কিছু বলবো না।’

আরও পড়ুন:সারদা কাণ্ডে কামারহাটির তৃণমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্রকে নোটিশ ইডি-র

উল্লেখ্য, সম্প্রতি বনি সেনগুপ্তর বিজেপি যোগ নিয়ে একটি গল্প শোনা গিয়েছিল। যদিও সে প্রসঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বনি জানিয়ে দিয়েছিলেন তারা রাজনীতিতে নামার কোনরকম সম্ভাবনা নেই। তবে সিদ্ধান্ত বদল করতে বেশি সময় নেননি বনি। বুধবার দিলীপ ঘোষের হাত থেকে বিজেপির পতাকা নিয়ে পদ্ম শিবিরে নাম লেখান তিনি। সেই সময় তার সঙ্গে ছিলেন তৃণমূল ত্যাগী রাজীব বন্দ্যোপাধ্যায়ও।

Advt