বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। কারণ, নতুন ফলন বেশি পরিমাণে উঠতে শুরু করেছে। রাজ্যে ভালো ফলন ও মহারাষ্ট্র থেকে আসা পেঁয়াজের দাম কয়েকদিন ধরে কমছে। ফলে কৃষি বিপণন বিশেষজ্ঞরা মনে করছেন এখন পেঁয়াজের দাম অনেকটাই কমবে।
কয়েকদিন আগেও মহারাষ্ট্র থেকে আসা পেঁয়াজের পাইকারি এক কেজির দাম ছিল ৪০ টাকার আশপাশে। এখন তা ২২-২৩ টাকায় নেমে এসেছে। পশ্চিমবঙ্গে উৎপাদিত পেঁয়াজ, যা পাইকারি বাজারে কেজি প্রতি ৩০ টাকা বা ৩০ টাকার সামান্য কিছু বেশি ছিল এখন তা ১৯ টাকায় বিক্রি হচ্ছে। স্থানীয় পেঁয়াজ এখন খুচরো বাজারে বিক্রি হচ্ছে ৩০ টাকার আশপাশে। মহারাষ্ট্রের পেঁয়াজের দাম খুচরো বাজারে ৩৫-৪০ টাকার মধ্যে।
আরও পড়ুন : ১২ মার্চ, শুক্রবারের বাজার দর
রাজ্য সরকারের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর টাস্ক ফোর্সের সদস্য কমল দে’র কথায়, কিছুদিনের মধ্যে খুচরো বাজারে পেঁয়াজের দাম ২০ টাকার আশপাশে চলে আসতে পারে।
অন্যদিকে বেশি পরিমাণে ফলন উঠতে শুরু হওয়ার পর চাষিরা পেঁয়াজের কম দাম পাচ্ছেন। কিছুদিন আগেও ১৫ টাকা কেজি দরের আশপাশে দাম পাচ্ছিলেন চাষিরা। এখন তা ৯ টাকায় নেমে এসেছে।








































































































































