আগামী রবিবার ১৪ মার্চ নন্দীগ্রাম দিবসে (Nandigram Divas) নির্বাচনী ইস্তেহার (Manifesto) প্রকাশ করবে তৃণমূল কংগ্রেস (TMC)। এর আগে গত বৃহস্পতিবার নন্দীগ্রাম থেকে কলকাতায় ফিরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ( Mamata Banarjee) ইস্তেহার প্রকাশ করার কথা ছিল। কিন্তু জখম হয়ে হাসপাতালে ভর্তি থাকায় তা থমকে যায়। তাহলে কবে হবে ইস্তেহার প্রকাশ তা নিয়ে জোর জল্পনা ছিল। এবার সেই জল্পনার অবসান হল।
শোনা যাচ্ছে, নন্দীগ্রাম দিবসে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নন্দীগ্রামে হাজির থেকে ইস্তেহার প্রকাশ করবেন। রাজনৈতিক মহল মনে করছে, নন্দীগ্রাম শহিদ দিবস ও তৃণমূলের জমি আন্দোলনের কথা মাথায় রেখেই ১৪ মার্চ ইস্তেহার প্রকাশের দিন ঠিক করেছে তৃণমূল কংগ্রেস। তা খুব তাৎপর্যপূর্ণ।































































































































