রেকর্ড গড়লেন মিতালি রাজ( mithali raj) । আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের মাইল ফলক ছুঁলেন তিনি। ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে এই অনন্য রেকর্ড গড়লেন মিতালী । বিশ্বে দ্বিতীয় মহিলা ক্রিকেটার যিনি এই সাফল্য পেয়েছেন।

১০টি টেস্ট, ২১২টি একদিনের ম্যাচ এবং ৮৯টি টি২০ ম্যাচে, ভারতের জার্সি গায়ে মাঠে নেমেছেন তিনি। প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে ১০ হাজার রান করলেন সব ধরনের ক্রিকেট মিলিয়ে।
বিশ্বে প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে এই রেকর্ড গড়েছেন চার্লট এডওয়ার্ড। দ্বিতীয় মহিলা ক্রিকেটার মিতালী, যিনি এই কৃতিত্ব গড়লেন।
আরও পড়ুন:কাতার ওপেন থেকে ছিটকে গেলেন ফেডেরার










































































































































