হম্বিতম্বি-ই সার, ভাগের আসনেই প্রার্থী দিতে পারছেনা আব্বাসের দল, ফেরাচ্ছে ৪ আসন

0
1

অনেক হম্বিতম্বি করে দুই শরিকের কাছ থেকে আসন নিয়েছে৷

অথচ এখন প্রার্থীই খুঁজে পাচ্ছেন না আব্বাস সিদ্দিকি৷

ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (Indian Secular Front) এই ‘পারফরম্যান্সে’ চূড়ান্ত বিড়ম্বনায় সংযুক্ত মোর্চার বাকি দুই শরিক, বাম ও কংগ্রেসের নেতারা। প্রথম দফার ভোটের মাত্র ১৫ দিন আগে এ খবর প্রকাশ্যে আসায় বেশ অস্বস্তিতে সংযুক্ত মোর্চা।

প্রসঙ্গত, মোর্চার শরিক হিসাবে ISF-এর হাতে এসেছে একুশের বিধানসভা ভোটের ৩০টি আসন৷ এখন ৩০ আসনের মধ্যে ৪টি আসনে প্রার্থীই খুঁজে পেল না আব্বাস সিদ্দিকির দল। তাই একেবারে শেষ মুহূর্তে এসে ওই ৪ আসনে না লড়ার সিদ্ধান্ত নিয়েছে আইএসএফ (ISF)। ওই আসনে প্রার্থী দেবে অন্য শরিকরা৷

ISF সভাপতি শিমূল সোরেন শুক্রবার প্রার্থীর অভাবের কথা স্বীকার করে বলেছেন, “৩০ আসনে নয়, তারা লড়বেন ২৬টি আসনে”। ভোটের আগেই ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকির (Abbas Siddiqui) দলের এই হাল দেখে কার্যত ‘ভেঙ্গে’ পড়েছে শরিক বাম ও কংগ্রেস৷

আরও পড়ুন-ভোটে লড়তেই চাইছেন না মিঠুন,চেষ্টা চালাচ্ছেন বিজয়বর্গীয়, বিভ্রান্ত গেরুয়া শিবির

আসন সমঝোতার বৈঠকগুলিতে আব্বাস এবং তাঁর দলের অন্য নেতারা দাপটের সঙ্গে দাবি করছিলেন, তাঁদের দল এবারের নির্বাচনে বাংলায় ‘ফ্যাক্টর’ হতে চলেছে। আসন রফা নিয়ে আলোচনার শুরুতে আব্বাস কমপক্ষে ৪৪টি আসন দাবি করেছিলেন।চাহিদামাফিক আসন না দেওয়ায় ব্রিগেড-মঞ্চে দাঁড়িয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরিকে কটাক্ষ পর্যন্ত করেছিলেন আব্বাস সিদ্দিকি৷ বিস্তর জল ঘোলা করার পর, ISF-কে ৩০ আসন ছাড়ে বামেরা (Leftfront)। কংগ্রেসও (Congress) বাড়তি ৭ আসন ছাড়ে৷

অথচ এই মুহুর্তে মোর্চা নেতারা বিস্মিত হয়ে দেখছে, বামেরা যে ৩০ আসন ISF-কে ছেড়েছে, তার ৪টিতে এখনও প্রার্থীই খুঁজে পায়নি আব্বাস। তাই ৩০ নয়, এবার ২৬ আসনে ISF লড়বে৷ নন্দীগ্রাম এবং আরও ৩ আসনে প্রার্থী দেবে বামেরাই৷

Advt