পার্থ চট্টোপাধ্যায়কে তলব করল CBI

0
2

নির্বাচনের মুখে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে তলব করল CBI। আইকোর চিটফান্ড কাণ্ডে শিক্ষামন্ত্রীকে তলব করা হয়েছে বলে CBI সূত্রে খবর। জানা যাচ্ছে, আইকোরের অনুষ্ঠানে দেখা গিয়েছিল পার্থ চট্টোপাধ্যায়। ভিজিল্যান্স কমিশনের চিঠি সূত্রে পার্থকে তলব করা হয়েছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর। আগামী সপ্তাহে পার্থকে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন-সারদা কাণ্ডে কামারহাটির তৃণমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্রকে নোটিশ ইডি-র

CBI তলব প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘এখনও জানি না। আমি এমন কোনও কাজ করি না, যে CBI তলব করবে।’

মদন মিত্রের পর এবার চিটফান্ড কাণ্ডে পার্থকে নোটিস সিবিআই। আইকোর মামলায় তাঁকে জেরা করতে চায় কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থার আধিকারিকরা। আর সেই কারণেই আগামী সপ্তাহেই হাজিরার নির্দেশ।

Advt