ভাগ্নে চান মামলা প্রত্যাহার, নারাজ মৃত কুরবানের দাদা

0
1
কলকাতা হাইকোর্ট

পাঁশকুড়ার তৃণমূল নেতা কুরবান শা মামলায় নতুন মোড়। কুরবান শা খুনের মামলা চালাতে চান না তাঁর ভাগ্নে জহর আলি শা। এর নেপথ্যে রয়েছে আনিসুর রহমানের  হাত৷ এমনটাই দাবি কুরবান পরিবারের৷ প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে কুরবান শা মৃত্যু সংক্রান্ত মামলা করেছিলেন তাঁর ভাগ্নে জহর আলি শাহ৷ ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে অভিযুক্ত আনিসুর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আর্জি খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট৷ এদিকে বুধবার জহর আলি শা তাঁর আইনজীবীদের মাধ্যমে আদালতকে জানান, তিনি আর এই মামলা চালাতে চান না৷ মামলা প্রত্যাহার করে নিতে চান৷ তবে মামলা প্রত্যাহারে নারাজ মৃত কুরবানের দাদা৷ এমনটাই দাবি আইনজীবীদের৷ প্রধান বিচারপতিকে এই বিষয়ে অবহিতও করেন আইনজীবীরা৷
এদিন হাইকোর্টে উপস্থিত হয়ে কুরবান শাহের দাদা আফজাল সাহা জানান, ‘জেলবন্দি আনিসুর ও তার সহযোগীরা আমাদের এবং আমাদের পরিবারকে ক্রমাগত হুমকি দিচ্ছে, আমাদের মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। সম্ভবত সেই কারণেই আমাদের ভাগ্নে জহর আলী শাহ মামলা তুলে নিতে চাইছে।