এবার অনলাইনে ‘দাওয়াতি’ কাজ চালাচ্ছে জঙ্গিরা, সতর্ক প্রশাসন

খায়রুল আলম, ঢাকা

0
1

এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে দেশে দাওয়াতি কার্যক্রম চালাচ্ছে নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্যরা। ২০ থেকে ৩০ বছরের তরুণ-তরুণীদের টার্গেট করে শুরু হয় দাওয়াতি কার্যক্রম। প্রথম ধাপের ধর্মের নানা বিষয়ে ভুল বুঝিয়ে মগজ ধোলাই-এর কাজ করে জঙ্গি সদস্যরা।

প্রথম ধাপে সফল হলে পরবর্তীতে সংগঠনের সদস্যরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে তাদের শারীরিক বিভিন্ন প্রশিক্ষণ দেয়। এমনকী অস্ত্র পরিচালনার বিষয়টিও অনলাইনে পরিচালনা করে আসছে জঙ্গি সংগঠনের সদস্যরা।

বাংলাদেশে জঙ্গিবাদ নিয়ে কাজ করা আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক কর্মকর্তার দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ফেক আইডি খুলে বিভিন্ন ধরনের দাওয়াতি কার্যক্রম নিয়ে যুবকদের টার্গেট করে তারা। ভিপিএন ব্যবহার করে ফেক আইডি পরিচালনা করায় তাদের শনাক্ত করা অনেকটাই কষ্টসাধ্য হয়ে যায়। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে তাদের নজরদারিতে রাখছে এবং গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসছে।

অ্যান্টি টেররিজম ইউনিটের তথ্যে জানা গেছে, ২০২০ সালে দেশে ৪১টি অভিযানে ৬৪ জঙ্গি সদস্যকে গ্রেফতার করা হয় । যার মধ্যে নব্য জেএমবির ৪ জেএমবির ৩, আনসারুল্লাহ বাংলা টিম এবিপি ১৪, আল্লাহর দল ১৫, আনসার আল ইসলাম ৩, উগ্রবাদ প্রচারকারী ৪।

এছাড়া ২০২১ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি এই দুই মাসে সাতটি অভিযানে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাবের অভিযানে ২০২০ সালে ১৯৭ টি অভিযান পরিচালিত হয়। যেখানে বিভিন্ন জঙ্গি সংগঠনে সম্পৃক্ততার অভিযোগে ৩৫১ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ১৪৭ জনই জেএমবি সদস্য। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিভিন্ন ধরনের বিস্ফোরক দ্রব্যাদি।যাদের গ্রেফতার করা হচ্ছে, তারা জামিনে বেরিয়ে এলে তাদের বিষয়েও আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ নজর রাখছে।

Advt