একবছর পর কোর্টে ফিরেই জয়ের মুখ দেখলেন ফেডেরার

0
3

দীর্ঘ একবছর পর কোর্টে নেমেই জয় পেলেন রজার ফেডেরার( Roger Federer) । বুধবার তিনি কাতার ওপেনে( qatar open) হারালেন ড্যান ইভান্সকে। ম‍্যাচের ফলাফল ৭-৬, ৩-৬, ১০-৫।

কোভিড পরিস্থিতি কাটিয়ে  প্রথম কোর্টে নামেন রজার। আর মাঠে ফিরতেই এই জয় পেয়ে উচ্ছ্বসিত তিনি। এদিন জয়ের পর রজার বলেন,” ফিরতে পেরে দারুণ লাগছে। অনেক প্রশ্নের উত্তর পেলাম। দেখা যাক কাল কেমন খেলি।

কোভিড পরিস্থিতি কাটিয়ে বাকিরা কোর্টে নামলেও, নামা হয়নি ফেডেরার। ফলে নতুন নিয়ম ছিল তাঁর কাছে ছিল অজানা। সে নিয়ে টসের সময় আম্পায়ারের সঙ্গে মজা করতে দেখা গেল তাঁকে। ফেডেরার বললেন, “অনেক কিছুই ভুলে যাচ্ছি আজকাল। হঠাৎ করেই বল বয়দের কাছে তোয়ালে চাইতে গিয়েছিলাম। মাথায়ই ছিল না কোভিডের কারণে এই নিয়ম এখন নেই। তখনই মনে হল, সত্যি কতদিন পরে কোর্টে ফিরলাম।”

আরও পড়ুন:শুক্রবারের ম‍্যাচে নামার আগে পিচ নিয়ে মুখ খুললেন ইয়ন মর্গ‍্যান

Advt