নির্বাচনী প্রচারে ব্যস্ত অধীর, লোকসভায় বিরোধী দলনেতার কাজ সামলাবেন বিট্টু

0
1

২০১৯ সালে লোকসভা নির্বাচনের পর সংসদের(parliament) বিরোধী দলনেতার দায়িত্ব বাংলার কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর(Adhir Ranjan Chowdhury) হাতে তুলে দিয়েছিল জাতীয় কংগ্রেস(Congress) নেতৃত্ব। তবে বৃহস্পতিবার সেই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হল বহরমপুরের সংসদ অধীরকে। তাঁর পরিবর্তে লোকসভায় বিরোধী দলনেতার দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে পঞ্জাবের কংগ্রেস সাংসদ রভনীত সিং বিট্টুর উপর। বৃহস্পতিবারই কংগ্রেসের তরফে এই তথ্য প্রকাশ্যে আনা হয়েছে। তবে হঠাৎ কেন অধীরকে সরিয়ে পঞ্জাবের সাংসদকে এই দায়িত্ব দেওয়া হল তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।

আরও পড়ুন:মমতার গাড়িতে নেই ঘষা লাগার দাগ, লোহার বিমে ধাক্কা লাগার তত্ত্ব ওড়াল তৃণমূল

যদিও কংগ্রেসের সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার কারণে আগামী দুই মাস বাংলায় বিধানসভা নির্বাচনের প্রচারে ব্যস্ত থাকবেন অধীর। এই সময়ে তিনি একেবারেই সংসদে সময় দিতে পারবেন না। যার ফলে বাধ্য হয়েই কংগ্রেসের বিরোধী দলনেতা হিসেবে সংসদ সামলানোর দায়িত্ব তুলে দেওয়া হয়েছে রভনীত সিং বিট্টুর উপর। কিন্তু কে এই বিট্টু? জানা যাচ্ছে, ৪৫ বছর বয়সী বিট্টু পঞ্জাব থেকে ৩ বারের কংগ্রেস সাংসদ। ২০০৯ সালে প্রথমবার আনন্দপুর সাহিব কেন্দ্র থেকে সাংসদ হন তিনি। এরপর ২০১৪ ও ২০১৯ সালে লুধিয়ানা থেকে কংগ্রেস সাংসদ হয়েছেন বিট্টু। কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে, যতদিন না অধীর রঞ্জন চৌধুরী বঙ্গে বিধানসভা নির্বাচনের পাঠ চুকিয়ে পুরোপুরি লোকসভায় সময় দিতে না পারছেন ততদিন এই দায়িত্ব সামলাবেন রভনীত সিং বিট্টু।

Advt