‘ভগবদগীতার সৌন্দর্য হল তার গভীরতা, বৈচিত্র ও নমনীয়তা।’ স্বামী চিদভবানন্দর ভগবদগীতার কিন্ডল ভার্সানের উদ্বোধনে গিয়ে এমনটাই বললেন প্রধানমন্ত্রী(Prime Minister) নরেন্দ্র মোদী(Narendra Modi)। পাশাপাশি গীতার(Gita) মাহাত্ম্য বোঝাতে গিয়ে তিনি সেই মায়ের সঙ্গে গীতাকে তুলনা করলেন যে তার সন্তানকে কাছে টেনে নেয়। প্রধানমন্ত্রী আরো জানালেন মহাত্মা গান্ধীর লোকমান্য তিলক মহাকবি সুব্রহ্মণ্য ভারতীর মতো মহান ব্যক্তিত্বরা গীতা থেকে অনুপ্রাণিত হয়েছেন।
আরও পড়ুন:কোনও প্রোগ্রাম বাতিল হবে না, প্রয়োজনে হুইলচেয়ারে যাব: মমতা
সম্প্রতি দেশ তথা বিশ্ব জুড়ে জনপ্রিয়তা বাড়ছে ই-বুকের। ফলের সময়ের সঙ্গে তাল মিলিয়ে বৃহস্পতিবার ই-বুক এর মাধ্যমে গীতা প্রকাশ করা হয় আর সেই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনুষ্ঠানে তিনি জানান, ‘বর্তমান সময়ে তরুণদের মধ্যে ই-বুকের জনপ্রিয়তা বাড়ছে। ফলে গীতাকে ডিজিটাল করলে দেশের যুবসমাজের এই ক্ষেত্রে আকর্ষণ আরো বাড়বে। তাঁর কথায়, ‘এর মাধ্যমে গীতা ও তামিল সংস্কৃতির মধ্যে সংযোগ আরও নিবিড় হবে।’। এছাড়াও এদিন তিরুপরাইথুরাইয়ের শ্রী রামকৃষ্ণ তপোবন আশ্রমের প্রতিষ্ঠাতা চিদভবানন্দের প্রতি শ্রদ্ধা জানান নরেন্দ্র মোদি। বলেন, ‘আমি চিদভবানন্দজিকে শ্রদ্ধা জানাতে চাই কারণ তিনি ভারতের জন্য জীবনকে উৎসর্গ করেছেন।’ উল্লেখ্য, এর আগে তামিল, তেলেগু, ওড়িয়া, জার্মানি, জাপানি, ইংরাজি-সহ একাধিক ভাষায় অনুবাদিত হয়েছে গীতা। এবার তা প্রকাশ পেল কিন্ডেলেও।





































































































































