জখম মুখ্যমন্ত্রী: নন্দীগ্রামে ঘটনাস্থলে জেলাশাসক, পুলিশ সুপার

0
3

নন্দীগ্রামের (Nandigram) বিরুলিয়া বাজারে গেলেন মেদিনীপুর রেঞ্জের ডিআইজি, জেলাশাসক ও পুলিশ সুপার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে জায়গায় আক্রান্ত হয়েছেন, সেই ঘটনাস্থল পরিদর্শন করেন তাঁরা। পাশাপাশি, প্রত্যেকেই স্থানীয়দের সঙ্গে কথা বলে গতকালের ঘটনা সম্পর্কে বিশদে জানতে চান। জানা গিয়েছে, আজই নির্বাচন কমিশনকে রিপোর্ট দেবেন জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক বিভূ গোয়েল। অন্যদিকে, এদিন প্রশাসনের কর্তাদের সামনেই ওই এলাকায় তৃণমূল ও বিজেপি কর্মীরা বচসায় জড়িয়ে পড়েন।

উল্লেখ্য, নন্দীগ্রামের ঘটনায় পূর্ব মেদিনীপুরের প্রশাসনের কাছে গতকাল ঘটনার পর পরই রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন (Election Commission)। রাজ্যের দায়িত্বে থাকা পুলিশ পর্যবেক্ষক এই রিপোর্ট চান স্থানীয় জেলা প্রশাসনকে।

প্রসঙ্গত, নন্দীগ্রামে (Nandigram) প্রচারে গিয়ে আহত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ করেছেন তিনি। তিনি দাবি করেছেন, “ভিড় ছিল। ৪-৫ জন মিলে ধাক্কাধাক্কি করেছে। স্থানীয় পুলিশ ছিল না। পুলিশ সুপারও ছিল না। জেনেবুঝেই এটা করেছে।”

গোটা ঘটনায় জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন। সেখানে কী ঘটেছে ও নিরাপত্তার বন্দোবস্ত নিয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে। সূত্রের খবর, মুখ্যসচিব, বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে ও বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েকের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। শুক্রবার ৫টার মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। রাজ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবকেও ফোন করেন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন। ফোনে খোঁজখবর নেন তিনি।