করোনা টিকা (COVID-19 vaccine) নিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) ও তাঁর স্ত্রী সুদেশ ধনকড় (Sudesh Dhankhar)৷ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা নাগাদ আলিপুরের কম্যান্ড হাসপাতালে গিয়ে করোনা টিকার প্রথম ডোজ নেন সস্ত্রীক রাজ্যপাল৷ পরে টিকা নেওয়ার ছবি ও ভিডিও ট্যুইটারে শেয়ার করেন রাজ্যপাল।
Governor WB Shri Jagdeep Dhankhar and Smt Sudesh Dhankhar received the first dose of COVID-19 vaccine today at 11.30 am at COMMAND HOSPITAL @easterncomd
Governor thanked all doctors, nurses, health workers abd administrators at Command Hospital who gave vaccination today. pic.twitter.com/CdTswUwBhZ
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) March 11, 2021
টিকা নেওয়ার পর আপাতত সুস্থ আছেন রাজ্যপাল। কোনও রকম পার্শ্বপ্রতিক্রিয়া অস্বস্তি বা পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করেননি রাজ্যপাল ও তাঁর স্ত্রী৷ “একদম সুস্থ আছি” বলেই টুইটে জানান রাজ্যপাল। টিকাগ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন, “করোনাযুদ্ধে ভারতের ভূমিকা বিশ্বের প্রশংসা অর্জন করেছে। বিশ্বের অন্যান্য দেশ এখন ভ্যাকসিনের জন্য ভারতের মুখাপেক্ষী। এই অবস্থায় আমি দেশের তৈরি ভ্যাকসিন গ্রহণ করে গর্বিত।” টিকা নেওয়ার পর কম্যান্ড হাসপাতালের সকল স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান রাজ্যপাল।
প্রসঙ্গত, গত ১ মার্চ থেকে দেশে দ্বিতীয় দফায় করোনা টীকাকরণ কর্মসূচি শুরু হয়েছে৷ প্রধানমন্ত্রী মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওদিনই করোনার টিকা নেন এর পাশাপাশি ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও দ্বিতীয় পর্যায়ের প্রথম দিনই টিকা নিয়েছেন ৷
আরও পড়ুন- আমেরিকাকে টেক্কা, চাঁদে স্পেস স্টেশন তৈরির চুক্তি স্বাক্ষর রাশিয়া ও চিনের