৩ কৃষি আইন(farm law) বাতিলের দাবীতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন দেশের কৃষকরা(farmer)। যদিও কৃষকদের দাবিতে কোনওরকম কর্ণপাত করেনি সরকার। তবে দমবার পাত্র নয় অন্নদাতারা। আন্দোলনের ঝাঁঝ আরও বাড়িয়ে আবারো ভারত বনধের পথে হাঁটতে চলেছেন তারা। বুধবার বিক্ষোভকারী কৃষকদের তরফে এক বৈঠকের পর দেশজুড়ে বনধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গেছে, আগামী ২৬ শে মার্চ কৃষক বিক্ষোভ চার মাস পূর্ণ করবে। আর এই দিনকে সামনে রেখেই দেশজোড়া বিক্ষোভ ও বনধ কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি আগামী ১৫ মার্চ দেশব্যাপী বিক্ষোভে সমিল হতে চলেছেন কৃষক নেতারা। কৃষকদের সঙ্গেই বিক্ষোবের সামিল থাকবে বিভিন্ন ট্রেড ইউনিয়ন গুলি। মূলত পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি সম্পর্কে সরকারের উদাসীনতা, অবিলম্বে দাম কমান রেলের বেসরকারিকরণের প্রতিবাদ জানাবে ট্রেড ইউনিয়ন গুলি।
আরও পড়ুন:বিকল্প কোথায়? অসুস্থ শরীরেও প্রচারে নামতে হবে মমতাকেই, কণাদ দাশগুপ্তর কলম
সিঙ্ঘু বর্ডারে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কৃষক নেতা বুটা সিং বুর্জগিল জানান, জুড়ে যে বন্ধের ডাক দেওয়া হয়েছে তা সম্পূর্ণ শান্তিপূর্ণ পদ্ধতিতে পালন করা হবে সকাল থেকে বিকেল পর্যন্ত চলবে এই বন্ধ পাশাপাশি ১৯ মার্চ আরও একটি প্রতিবাদ বিক্ষোভের আয়োজন করা হয়েছে। মান্ডি বাঁচাও খেতি বাঁচাও দিবস পালন করা হবে সেদিন বলে খবর। ২৮শে মার্চ শহিদ দিবস পালন করবেন কৃষক নেতারা। ভগত সিং, রাজগুরু ও সুখদেবের স্মৃতির উদ্দেশ্যে এই দিবস পালন করা হবে। ২৮শে মার্চ হোলিকা দহনে পোড়ানো হবে কৃষি বিলের কপি।







































































































































